বিগ বস ১৩ এর সম্প্রচার বন্ধ করার দাবিতে শুক্রবার থেকে সালমান খানের বাড়ির সামনে বিক্ষোভ করছেন একদল মানুষ।
তারা সকলেই কারণি সেনার সদস্য বলেই জানা যাচ্ছে। এতে ২০ জনকে আটক করছে পুলিশ। বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথম সিজন থেকেই বিগ বস-১৩ ঘিরে বিতর্কের অন্ত নেই।
চলতি বিগ বস ১৩-এর থিম নিয়ে বেশিই বিতর্ক তৈরি হয়েছে। এবারের থিম, বেড ফ্রেন্ডস ফরএভারকে মোটেও ভাল চোখে দেখছেন না অনেকেই। এনিয়ে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের পক্ষ শোটি বন্ধের জন্য চিঠি পাঠানো হয়েছে।