বরিশাল নগরীর সিএন্ডবি রোড নথুল্লাবাদ ব্রিজ এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বিআরটিসি দোতালা বাসের সাথে মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- ঝালকাঠীর কাঠালিয়ায় বাসিন্দা আব্দুল খালেক (৭০) ও ঝালকাঠীর সদরের দেউলাকাঠীর রাজীব মিস্ত্রির স্ত্রী নিপা মিস্ত্রি (৩০)। আহতরা হল- রাজীব মিস্ত্রি, শাকিল আহমেদ, হৃদয় ও ফয়সাল। হতাহতরা সকলেই মাহেন্দ্র আলফার যাত্রী ছিল।
শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত নগর পুলিশের বিশেষ শাখার এসআই নাজমুল হুদা জানান, নগরীর নথুল্লাবাদ ব্রিজ এলাকায় বিশ্ববিদ্যালয়মুখী বিআরটিসি বাসের সাথে যাত্রীবাহি একটি মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় ৬ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আব্দুল খালেক ও গৃহবধূ নিপাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। আহত অপর ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।