২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

বুধবার থেকে শুরু হচ্ছে আন্তজার্তিক তাত বস্ত্র মেলা

আপডেট: অক্টোবর ১৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বুধবার থেকে শুরু হচ্ছে আন্তজার্তিক জামদানি, তাত, বস্ত্র, রপ্তানী মেলা-২০১৯। বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ’র মাঠে ১৬ অক্টোবর বিকেল ৪টায় মেলার উদ্ধোধন করবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রতি বছরের চেয়ে এবছরের মেলায় রয়েছে আধুনিকতার ছোয়া। এবারের মেলায় রয়েছে প্রায় শতাধিক স্টল যেখানে দেশি এবং বিদেশী অনেক প্রকার কাপড়ের সমাহার ঘটানো হয়েছে। তবে দেশের বিভিন্ন স্থান থেকে মেলার মাঠে এসেছে নানা রংয়ের শাড়ী। মেলায় বিশেষ আকর্ষন হিসাবে থাকছে দি-কাঞ্চন সার্কাস এবং শিশুদের জন্য রয়েছে নানা প্রকার খেলাধুলার সামগ্রী। এবছর মেলার আয়োজন করেছে বাংলাদেশ উইভার্স প্রডাক্ট এন্ড ম্যানুঃ বিজনেস্ এ্যাসোসিয়েশন। মেলার মাঠে বিএমপি পুলিশের নারী সদস্যদের হাতে গড়া সামগ্রী নিয়ে রয়েছে ব্যাপক চমক। মেলার মাঠ নিয়ন্ত্রনে থাকবে সিসি ক্যামেরার এবং মেলার মাঠে প্রবেশ দ্বারের সামনে রয়েছে আধুনিক ফােয়ারা যা গানের তালে তালে দুলবে বলে জানান আয়োজক কমিটি। আয়োজক কমিটির মুখপাত্র মোঃ আরিফুর রহমান বাপ্পী জানান মেলার উদ্ধোধনে থাকবেন বরিশাল পুলিশের উর্ধতন কর্মকর্তা এবং রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network