• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে ঢাকা কলেজ ছাড়লেন আবরারের ছোট ভাই

report71
প্রকাশিত অক্টোবর ১৫, ২০১৯, ১১:৫২ পূর্বাহ্ণ
যে কারণে ঢাকা কলেজ ছাড়লেন আবরারের ছোট ভাই

ঢাকা কলেজ ছেড়ে দিয়ে কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে যাচ্ছেন নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। মঙ্গলবার আবরার ফাইয়াজ বিশেষ ব্যবস্থায় ছাড়পত্রের আবেদন করলে তা মঞ্জুর করা হয়। এর আগে, দুপুরে স্বজনদের সাথে ঢাকা কলেজে আসেন তিনি।

ছাত্রপড় নেওয়ার বিষয়ে আবরার ফাইয়াজ সাংবাদিকদের বলেন, ‘বড় ভাইয়ের এমন মৃত্যুতে পুরো পরিবার মুষড়ে পড়েছে। বাবা-মা চান না আমি তাদের ছেড়ে থাকি। তাই ঢাকা কলেজ ছাড়লাম। যদিও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে।’
আবরার ফাইয়াজের ঢাকা কলেজ ছাড়ার সিদ্ধান্ত একান্তই তাদের পারিবারিক বিষয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ। তিনি বলেন, আমি সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছিলাম। তারপরও সে চলে যাচ্ছে। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে তার কলেজ বদলির ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করব।’