আপডেট: অক্টোবর ১৬, ২০১৯
সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় আবদুল নাছির নামের এক ৪ বছরের শিশু গুরুতর আহত হয়েছে।
বুধবার দুপুরের দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে মজিদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
আবদুল নাছির জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের আবদুল আহাদের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার দুপুরের দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়িযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আলম জগন্নাথপুর উপজেলায় আসছিলেন। মজিদপুর এলাকায় পৌঁছামাত্র হঠাৎ করে তাকে বহনকারী গাড়িটি পথচারী শিশুকে ধাক্কা দেয়।
এতে শিশু নাছির মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হয়। পরে শিশুটিকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, ম্যাজিস্ট্রেট মঞ্জুর আলমের বহনকারী গাড়ির শিশুটি হঠাৎ করে দৌড় দেয়। এতে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তার মাথায় আঘাত লাগে।
তিনি আরও বলেন, শিশুটির চিকিৎসার ব্যয়ভার আমরা বহন করব।