আপডেট: অক্টোবর ১৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ট্রেজারার, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের পদে দ্রুত নিয়োগ প্রদান করে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা জানায়, বিভিন্ন পদ শুণ্য থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। বন্ধ রয়েছে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির কার্যক্রম। চরম এই সঙ্কটের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অতি দ্রুত অভিভাবকহীন অবস্থায় থাকা এই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়ে সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে না পারলে পরবর্তীতে তা কাটিয়ে ওঠা কঠিন হবে বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। ##