১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
রংপুরে গুলিবিদ্ধ শিক্ষার্থী তাহির হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৭৫ জনের নামে মামলা শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নামে দূর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা গোপালগঞ্জে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল-আ.লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তিন সচিবের শ্রদ্ধা আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার ১ । হু হু করে বাড়ছে তিস্তার পানি নদীপাড়ে আতঙ্ক বিরাজ সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা পার্ক পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, সাংবাদিকদের বাঁধা পার্ক কর্তৃপক্ষের

অভিভাবক শূন্য বরিশাল বিশ্ববিদ্যালয়

আপডেট: অক্টোবর ১৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

উপাচার্য, ট্রেজারারসহ গুরুত্বপূর্ণ পদে কেউ না থাকায় অভিভাবক শূন্য বরিশাল বিশ্ববিদ্যালয়। মেয়াদ শেষে বিদায় নেয়ার আগে নির্বাহী প্রকৌশলীকে দাপ্তরিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে যান ট্রেজারার। মূলত এরপর থেকেই প্রকাশ পাচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ কোন্দল। এতে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন শিক্ষকরা।

ভিসির পর চুক্তি শেষ হওয়ায় বিদায় নেন দায়িত্বে থাকা ট্রেজারার একে এম মাহাবুব হাসান। এর আগে নানা অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশীদ আবেদিনকে দাপ্তরিক কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি।

শুধু অনিয়মই নয় কর্মকর্তাদের হুমকি দেয়ারও অভিযোগ আছে মুরশীদ আবেদিনের বিরুদ্ধে। সত্যতা যাচাইয়ে ৪ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মুরশীদ আবেদিন বলেন, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে দাপ্তরিক কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর বিভাগের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মুরশীদ আবেদিন যে কথা বলেছেন তা নিয়ম বর্হিভূত পর্যায়ে পড়ে। এসব নিয়ে কথা বলার কারণে তার শোকজ হওয়া প্রয়োজন বলে জানান এই কর্মকর্তা।

তদন্ত কমিটির প্রধান সুজন চন্দ্র পাল বলেন, শিগগিরই তদন্ত প্রক্রিয়া সম্পাদনের পর প্রতিবেদন দাখিল করা হবে।

এর ফলে নতুন করে প্রকাশ্যে চলে আসে বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায় নেয়া উপাচার্য-ট্রেজারার ও তাদের অনুসারীদের পুরনো কোন্দল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ইলিয়াস মাহমুদ বলেন, অভিভাবক না থাকার কারণে অনিয়ম-দুর্নীতি বাড়ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি কালো অধ্যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. ইউনুস জানান, উপাচার্য নিয়োগ হলে সব সমস্যারই সমাধান হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ৬টি পদই শূন্য রয়েছে। রেজিস্ট্রার থাকলেও চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে আছেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network