ইতালি প্রতিনিধিঃ নব গঠিত ইতালি আওয়ামী লীগের বিভিন্ন পদের ব্যক্তিদের চিঠি প্রদান করা হচ্ছে। ইতালি আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর ফরাজী এবং সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু নেতাদের বিভিন্ন পদে চিঠি দেওয়া শুরু করেছে। সোমবার রোমের রসই রেষ্টুরেন্ট এক সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে সিনিয়র নেতা এবং তরুন একনিষ্ঠ নেতাকর্মীদের বিভিন্ন পদ ঘোষনা করে তাদের আনুষ্ঠানিক ভাবে চিঠি প্রদান করে। ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী বলেন যোগ্য এবং দলের একনিষ্ঠ নেতাকর্মীদের পদ দেওয়া হচ্ছে। আমরা জানি পদের চেয়ে যোগ্য নেতা বেশী,চেষ্টা করব আগামী দিনে ঐক্যবদ্ধ শক্তিশালী ইতালি আওয়ামী লীগ গঠন করতে।বীগত দিনের মত পদ নিয়ে কোন বানিজ্য হবে না এটা নিশ্চিত।নয়া সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু বলেন মাননীয় প্রধানমন্ত্রী ,দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলেছেন নবীন প্রবীনের সমন্বয়ে আগামী দিনে সকল কমিটি করার জন্য । আমরাও ইতালি আওয়ামী লীগ নবীন প্রবীনের সমন্বয়ে সকলের কাছে গ্রহনযোগ্য কমিটি করতে চাই। ইতিমধ্যে সহ সভাপতি ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান,মান্নান মাদবর,শেখ ইসহাক,মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে কবির হোসেন স্বপন হাওলাদার,শহিদুল ইসলাম,এ আর আহমেদ তপু সহ একাধিক পদ ঘোষনা করা হয়েছে। নতুন কমিটির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। তারা বলেন সকল বাধা পেরিয়ে যেতে হবে আমাদের এগিয়ে।