আপডেট: অক্টোবর ১৭, ২০১৯
আশনা হাবিব ভাবনা। এ সময়ের অভিনেত্রী। নামের মতোই ভেবে চিন্তে কাজ করেন। অভিনয়ের পাশাপাশি নাচেও রয়েছে তার শতভাগ দখল। ছোটবেলা থেকেই শিল্পচর্চার সঙ্গে জড়িত এ অভিনেত্রী বিজ্ঞাপন, নাটক এবং চলচ্চিত্র রেখেছেন সফলতার স্বাক্ষর।
বর্তমান কাজের ব্যস্ততা, নাটকের অবস্থা, ভবিষ্যৎ কাজের ভাবনা নিয়ে তার সঙ্গে এবারের আলাপন।
অভিনয় দক্ষতা দিয়েই দর্শকদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছেন ভাবনা। সব সময় নিজেকে সম্পৃক্ত রেখেছেন রুচিশীল কাজের সঙ্গে। তারই প্রমাণ মেলে তার অভিনীত বিভিন্ন নাটক কিংবা সিনেমার সব ভিন্নধর্মী চরিত্রে।
ছোটবেলা থেকে অভিনয় পেশায় সম্পৃক্ত এ অভিনেত্রী নিজ গুণে হয়েছেন সর্বমহলে প্রশংসিত। কখনও কাজ নিয়ে সমালোচনায় পড়তে হয়নি তাকে। যদি কখনও প্রশংসার পাশাপাশি সমালোচনার তোপে পড়তে হয় তাহলে সেটি কীভাবে সালমাবেন? জানতে চাইলে ভাবনা বলেন- ‘যে কোনো কাজ নিয়ে আলোচনা-সমালোচনা হতেই পারে।
তবে আমি পজেটিভ জীবনযাপন করতে পছন্দ করি। আর সে জন্যই বোধহয় নিজের কাজ নিয়ে কখনও সমালোচনা শুনতে হয়নি। কারণ যখন আমি যে কাজটি করি তা জেনে বুঝেই করি। আমি কাজকে খুবই ভালোবাসি। কারণ আমাদের জীবনটা খুবই ছোট আর তাই কাজের বাইরে অন্য কোনো বিষয় আমার চিন্তার করিডোরে খেলা করে না।’
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় নিজ অভিনয় দিয়ে সফলতা অর্জন করলেও বর্তমানে এ দুই মাধ্যমের অবস্থা প্রসঙ্গে ভাবনা বলেন- ‘প্রথমত আমি একজন অভিনয়শিল্পী। দর্শকের ভালোবাসার সম্মান নিয়ে সৎভাবে কাজ করেছি এবং করছি। ইন্ডাস্ট্রির অবস্থা নিয়ে চিন্তা করার সে সময় এখনও আমার হয়নি। তবে শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতা কাজ করে যাচ্ছি।’
বর্তমান টেলিভিশন নাটক ভিউ কিংবা ভাইরাল ক্যান্সারে আক্রান্ত। এ জোয়ারে নিজেকে কতটা ভাসাতে চাইছেন ভাবনা? প্রসঙ্গক্রমে তিনি বলেন- ‘আমি ভাইরাল কিংবা ভিউ বুঝি না। একেক সময় একেক জোয়ার আসে। সে জোয়ারে অনেকে গা ভাসায়। তবে দর্শক হিসেবে বলব, যে নাটকের অনেক ভিউ সে নাটক আমি দেখব না। যে নাটকে আমার প্রিয় শিল্পী কাজ করেন সে নাটকটিই আমি দেখব। তবে যে নাটকে ভিউ হচ্ছে সে নাটকটি যে খারাপ তা কিন্তু নয়। দর্শক কোনটা গ্রহণ করবেন বা করবেন না সেটা একান্ত তাদের ব্যাপার। ভিউ বা ভাইরালের ওপর শিল্পমান বিচার করা সমীচীন নয়।’
ভিউ বা ভাইরাল প্রসঙ্গের পাশাপাশি নাটকের সিন্ডিকেট প্রসঙ্গে কথা তুলতেই তিনি বলেন- ‘সিন্ডিকেট কী তা আসলে আমার জানা নেই। তবে গল্প বা চরিত্রের প্রয়োজনে কিংবা কমফোর্ট জোন থেকে একজন পরিচালক একই শিল্পীকে নিয়ে কাজ করতেই পারেন। সেটা ভিন্নভাবে দেখার কিছু নেই বলে আমার মনে হয়। আমি যদি পরিচালনা করতাম তাহলে প্রতিটি নাটকেই আমার পছন্দের অভিনয়শিল্পী বিপাশা হায়াত আপুকে নিয়ে কাজ করতাম।’
বড় পর্দায় অনিমেষ আইচ পরিচালিত প্রথম ছবি ‘ভয়ঙ্কর সুন্দর’ দিয়ে আলোচনায় আসা এ অভিনেত্রী নিজেকে তৈরি করছেন পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য।
তবে নাটক কিংবা সিনেমা পরিচালনায় আসার ব্যাপারে কোনো আগ্রহ নেই তার। অভিনয়ের বাইরেও লেখিকা হিসেবে পরিচিত এ অভিনেত্রী বর্তমানে একক, ধারাবাহিক নাটকে অভিনয়ের পাশাপাশি পরবর্তী বইমেলায় প্রকাশ প্রাপ্য উপন্যাস লেখা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ব্যস্ততাকে ছুটি জানাতে পারলে তার সময় কাটে নিজের পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে।