৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
রংপুরে গুলিবিদ্ধ শিক্ষার্থী তাহির হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৭৫ জনের নামে মামলা শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নামে দূর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা গোপালগঞ্জে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল-আ.লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তিন সচিবের শ্রদ্ধা আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার ১ । হু হু করে বাড়ছে তিস্তার পানি নদীপাড়ে আতঙ্ক বিরাজ সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা পার্ক পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, সাংবাদিকদের বাঁধা পার্ক কর্তৃপক্ষের

রণবীর কাপুরকে ভুলতে পারেননি দীপিকা

আপডেট: অক্টোবর ১৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

রণবীর নামের আরেক নায়ককেই বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবুও সাবেক প্রেমিক রণবীরকে এতটুকুও ভুলতে পারেননি। অবশ্য এ দুই রণবীরের নামে শেষের বংশগত পদবিটা আলাদা।

একজন কাপুর, অন্যজন সিং। বিয়ে করেছেন রণবীর সিংকে। সাবেক প্রেমিক রণবীর কাপুর। এক অনুষ্ঠানে রণবীর নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে মুখ ফসকে প্রেমিক রণবীরের কথাই বলে ফেললেন। যদি ততক্ষণে নিজের ভুলটা বুঝতে পেরেছেন দীপিকা, কিন্তু সেটাকে টেকনিক্যালি দুই রণবীরের প্রশংসা করেই বিব্রতবোধের বিষয়টি সামলে নিয়েছেন।

বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও উপস্থাপক কিন্তু ‘রণবীর’ ইস্যুটি জিইয়ে রেখেছেন। দুজনের মধ্যকার পার্থক্য খোঁজার চেষ্টা করেছেন। বুদ্ধিমতী দীপিকাও কম যান না। তিনিও রণবীরকে মনের মধ্যে গেঁথে নিয়ে ঝটপট সব প্রশ্নের উত্তর দিয়েছেন। বলেছেন, ‘রণবীর সিং শুটিংয়ের আগে অনেকটাই নিজেকে প্রস্তুত করে নেন।

কোনো শুটিং সেটে গেলে আগে থেকেই সেই চরিত্রের মেজাজ নিয়ে চলেন। যদি তিনি খিলজির ভূমিকায় অভিনয় করেন, তাহলে তিনি সেই মেজাজেই সবার সঙ্গে কথা বলবেন। নিজেকে এক্কেবারে চরিত্রে রেখে প্রস্তুতি সারেন রণবীর সিং।’

স্বামী সম্পর্কে এমনটি বললেও সাবেক প্রেমিক রণবীর কাপুরের প্রশংসটা একটু বাড়িয়েই করেছেন দীপিকা। বলেছেন, রণবীর কাপুর তারই মতো ছবির দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে খুবই স্বতঃস্ফূর্ত। দীপিকা বলেন, ‘আমি কোনো দিন রণবীর কাপুরকে দেখিনি কোনো দৃশ্যের আগে আলাদা করে প্রস্তুতি নিতে। আমি জানি না কোন প্রক্রিয়াতে এরকম করতে পারে ও। বিষয়টি আমাকে বেশ মুগ্ধ করে। অভিনেতা হিসেবেও সে অনেক উঁচু মাপের।’

বলিউড ইন্ডাস্ট্রিতে ১৩ বছর পার করেছেন দীপিকা। সাফল্যও ধরা দিয়েছে বেশ কয়েকবার। একাধিকবার ব্যক্তিগত সম্পর্ক ঘিরে সমালোচনায় জড়ালেও ক্যারিয়ারটাকে সবসময় সামনে রেখেই পথ চলেছেন। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ ঘটলেও পেশাগত জীবনে সেটির প্রভাব এতটুকুও পড়তে দেননি এ অভিনেত্রী।

বিশেষ করে বলিউড বাদশা শাহরুখ খান তাকে সহযোগিতা করেছেন বরাবরই। পরামর্শ নেয়ার ক্ষেত্রে তার শতভাগ সহযোগিতা বেশ কৃতজ্ঞচিত্তেই স্মরণ করেন এ নায়িকা।

বর্তমানে দীপিকা মেঘনা গুলজারের ‘ছপাক’ নামে একটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবিতে তিনি অভিনয় করেছেন অ্যাসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে। ছবিটি বাস্তব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে। এ ছবি ছাড়া ক্রিকেটীয় গল্প নিয়ে নির্মিতব্য ‘৮৩’ ছবিতেও অভিনয় করছেন দীপিকা। এ ছবিতে যথারীতি স্বামী রণবীর সিংয়ের বিপরীতেই কাজ করছেন এ অভিনেত্রী।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network