২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

সারার সাহায্যে এগিয়ে এলেন কারিনা!

আপডেট: অক্টোবর ১৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

সম্পর্কের নিরিখে তারা সৎ মা- মেয়ে। সাইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। কিন্তু বর্তমান নবাব গিন্নি কারিনার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সারা নাকি কারিনার বড় ভক্তও।

খাতায় কলমে মাত্র দুটি ছবি মুক্তি পেয়েছে সারার। কিন্তু ইতোমধ্যেই তিনি বলিউডের হার্টথ্রব হয়ে গেছেন। তিনি যেখানে চিত্র সাংবাদিকদের ক্যামেরাও সেখানে। এক্ষেত্রে অবশ্য কারিনার সঙ্গে তার বিস্তর মিল আছে। কিন্তু একটি বিষয়ে এখনও কারিনার মতো পাকাপোক্ত হতে পারেননি সারা। আর তাই তো প্রায়ই ফ্যাশন পুলিশের কটাক্ষ শুনতে হয় তাকে। আর এখানেই নাকি তার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন কারিনা কাপুর খান।
শোনা যাচ্ছে, সারার ওয়ার্ড্রোবকে ফেসলিফ্ট দিতে এবার এগিয়ে এসেছেন কারিনা নিজেই। ওয়ার্ড্রোব রিঅ্যারেঞ্জ করার পাশাপাশি সারাকে স্টাইলিং নিয়েও গ্রুম করার কথা কারিনার।

কিন্তু কারিনার এই পদক্ষেপ সারা কতটা ভালো মনে মেনে নেবেন, অপেক্ষা এখন সেটা দেখারই। ইন্ডাস্ট্রি সূত্রে অনেকেই জানেন, নিজের মতামত থেকে বিশেষ নড়ানো যায় না সারা আলি খানকে। এক্ষেত্রে তিনি কী করবেন, তা সময়ই বলে দেবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network