আপডেট: অক্টোবর ১৮, ২০১৯
বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানের বিরুদ্ধে সরকারের উন্নয়নকাজের বিল ছাড় করতে ১০% ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে । ঘুষ দিতে বিলম্ব হওয়ায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিলের সব টাকা তিনি সই জাল করে তুলে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘুষ দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বরগুনা জেলা ঠিকাদার সমিতির অন্তত ১৭ জন ঠিকাদার আজ সকাল ১১টায় বরগুনা জেলা সাংবাদিক ফেডারেশন অফিসে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। লিখিত অভিযোগ পাঠ করেন মেসার্স জে এস এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার জহিরুল ইসলাম। তিনি বলেন পাথরঘাটা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ( এলজিইডি ) বিভিন্ন উন্নয়ন কাজে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান কে ১০% টাকা ঘুষ দিতে হয় ঘুষের টাকা আগে ভাগে না দিলে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঠিকাদারদের নামে নানা অনিয়মের কথা বলেন । এতেও কেউ যদি ঘুষ দিতে অপারগতা প্রকাশ করেন। তাহলে তার কাজ বাজেয়াপ্ত করাসহ স্থানীয় দলীয় নেতাদের দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর হুমকী দেন ওই প্রকৌশলী । ঠিকাদারী জে এস এন্টারপ্রাইজের পাথরঘাটা র কাঠাঁলতলীতে একটি কাজে মোট বিলের ১০ শতাংশ ঘুষের টাকা দিতে দেরি হয়ে যায়। এতে উপজেলা প্রকৌশলী কাজ শেষে বিলের দুই লাখ টাকা সই জাল করে তুলে নেন। এঘটনায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম বরগুনা সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করেন। এছাড়াও এই ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে প্রকৌশলী ও একই অফিসের হিসাবরÿন নারায়ন চন্দ্র দের মধ্যে জুতা দিয়ে মারামারির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অফিসের মধ্যে এ ঘটনা ঘটে। তাছাড়া পাথরঘাটা পৌরসভার রিক্সা চালক মিজানের স্কুল পড়–য়া ৭ম শ্রেনির ছাএকে বলাৎকার করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা দেন তিনি। প্রধান প্রকৌশলী উলেøখিত অভিযোগের ভিত্তিতে আজিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে তাকে বদলী করেন। ঐ বদলীর কপি হাতে পেয়ে বিভিন্ন দপ্তরে তদবির করে বদলীর আদেশ চাপা দেন , এখন তিনি আরও বেপরোয়া ওঠেন। ঘুষ আদায় ও ঠিকাদারের বিল সই জাল করে তুলে নেওয়ার অভিযোগের বিষয় পাথরঘাটা উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন , বরগুনার কয়েকজন ঠিকাদারের কাজের অনিয়ম তুলে ধরে চিঠি দেওয়ায় তাড়া আমার বিরুদ্ধে এ মিথ্যাচার করছেন। আর সই জাল করে বিলের দুই লাখ টাকার ঘটনাটিও মিথ্যা।