• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাসিনো সন্দেহে এবার বসুন্ধরায় বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

report71
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯, ১৭:৩৯ অপরাহ্ণ
ক্যাসিনো সন্দেহে এবার বসুন্ধরায় বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান শুরু করে র‌্যাব-১।

র‌্যাব-১ এর এসপি কামরুজ্জামান জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ৪০৪ নং বাসা পুরো ঘিরে রাখা হয়েছে। অভিযানে ভেতরের কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না। আর বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে এ বাড়িতে ক্যাসিনো ও জুয়া আসর চলছে। এ খবর পেয়েই সেখানে অভিযান চালানো হচ্ছে।