• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় বরকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯, ১৭:৪৩ অপরাহ্ণ
দ্বিতীয় বরকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা

হবু বরকে প্রকাশ্যে আনলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। সম্প্রতি তার বাগদান সম্পন্ন করে আলোচনায় আসেন তিনি। এবার তাকে দেখা গেল হবু বরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে।

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খোলেন পিয়া। পিয়া জানান, তার হবু বরও নির্ধারিত হয়েছে পরিবারের পছন্দেই। পাত্র ইউরোপের নাগরিক। সেনাবাহিনীতে চাকরিরত ওই ব্যক্তির নাম অবশ্য প্রকাশ্যে আনেননি পিয়া। তবে এবার হবু বরের সঙ্গে প্রকাশ্যে দেখা গেল তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হবু বরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। ছবিতে হবু বরের বাহুডোরে আবদ্ধ থাকতে দেখা যায় পিয়াকে।

ছবির শিরোনামে পিয়া লেখেন- ‘তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবে না। আমার হায়াতি। আলহামদুলিল্লাহ,’।

এ ছাড়া ক্যাপশনে এক যুগলের ইমোজি ও তিনটি ভালোবাসার চিহ্নযুক্ত ইমোজি যোগ করেন তিনি। ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে। জানা যায়, আগামী বছর বিয়ে করছেন এ অভিনেত্রী। পিয়ার প্রথম সংসারে সোহা নামে একটি মেয়ে রয়েছে। সে ঢাকার একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।