• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে আবারো সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঃ আটক ৩

report71
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯, ১২:০০ অপরাহ্ণ
বরিশালে আবারো সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঃ আটক ৩

বরিশাল ব্যুরো
বরিশালের বাবুগঞ্জে একটি বেকারীতে চাঁদাবাজি করার সময় আজিজুল ইসলাম সুমন, মোঃ আঃ জব্বার তালুকদার, মোঃ বেল্লাল হোসেন জামাল নামে ৩ ভুয়া সাংবাদিক আটক করেছে থানা পুলিশ। শনিবার সকাল ১১ টায় বাবুগঞ্জ বন্দরে এ ঘটনা ঘটে। এ সময় তাদের ব্যবহৃত ২ টি মোটর সাইকেল, একটি বেসরকারী টেলিভিশনের লোগোযুক্ত ক্যামেরা, চার্জার, ও ২ টি ২ টি আইডি কার্ড জব্দ করেন পুলিশ। পুলিশ জানায়, আটকৃতরা বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত মজিদ মোল্লার পুত্র মোঃ আজিজুল ইসলাম সুমন(৩৩),মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ আঃ জব্বার তালুকদার(৪২) ও উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে বেল্লাল হোসেন জামাল(৩৩)। তাদের বিরুদ্ধে বাবুগঞ্জ বাজারে অবস্থিত মধুবন বেকারীর মালিক মোঃ ফিরোজ বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। এর আগেও তারা বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির বরিশাল জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে বাবুগঞ্জের বিভিন্ন যায়গায় চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ রয়েছে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবুগঞ্জ বাজারের মধুবন বেকারী নামের একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য উৎপাদন হচ্ছে বলে সংবাদ প্রকাশে ভয়ভীতি প্রদর্শন করে মালিক মোঃ ফিরোজ হাওলাদারে কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বাংলা টিভির জেলা প্রতিনিধি পরিচয় দানকারী বেল্লাল হোসেন জামাল এবং এমটিভি বাংলা নামের একটি অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয়দানকারী মোঃ আজিজুল ইসলাম, এ সময় তাদের ক্যামেরাম্যান মোঃ আঃ জব্বার তালুকদারকে আটক করে পুলিশ। এ ঘটনায় বেকারীর মালিক মোঃ ফিরোজ বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। থানা পুলিশ তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। ##