১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
রংপুরে গুলিবিদ্ধ শিক্ষার্থী তাহির হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৭৫ জনের নামে মামলা শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নামে দূর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা গোপালগঞ্জে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল-আ.লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তিন সচিবের শ্রদ্ধা আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার ১ । হু হু করে বাড়ছে তিস্তার পানি নদীপাড়ে আতঙ্ক বিরাজ সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা পার্ক পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, সাংবাদিকদের বাঁধা পার্ক কর্তৃপক্ষের

আশরাফুলের ব্যাটে রক্ষা পেলো বরিশাল

আপডেট: অক্টোবর ২০, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

অবশেষে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন মোহাম্মদ আশরাফুল। তার ব্যাটে ভর করেই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়েছে বরিশাল বিভাগ।

নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১ উইকেটে ৫০ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে চট্টগ্রাম। পিনাক ঘোষ ও মাহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৯৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম বিভাগ। পিনাক ৫৪ ও অঙ্কন ৪৩ রান করেন।

৩৩৬ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই রাফসান আল মাহমুদের উইকেট হারায় বরিশাল। দ্বিতীয় উইকেটে ১১৩ রান যোগ করেন শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুল। মূলত এই দুইজনের ব্যাটের লড়াই করে বরিশাল বিভাগ।

আশরাফুল ৬০ রান করে আউট হন। এরপরই নাফিস ৪২ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। নুরুজ্জামান (১), ফজলে মাহমুদ (৭) ও সোহাগ গাজী (০) দ্রুত বিদায় নিলে ১২৭ রানে ৬ উইকেটে হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে বরিশাল।

মোসাদ্দেক হোসেন ৫২ বলে ৩৫ ও শামসুল ইসলাম ৫০ বলে ১৫ রানের ইনিংস খেললে শেষ পর্যন্ত রক্ষা পায় বরিশাল। মোসাদ্দেক ৩৫ রান করে শেষ ব্যাটসম্যান আউট হন। ৭ উইকেটে ১৭৪ রান তোলার পরই ম্যাচটি ড্র হয়। চট্টগ্রামের নাইম হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন যৌথভাবে ম্যাচ সেরা হন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network