২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

আসছে ‘জলের গান’র অ্যালবাম, থাকছে বারী সিদ্দিকীর গান

আপডেট: অক্টোবর ২০, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

এবার ‘নয়ন জলের গান’ শিরোনামে অ্যালবাম নিয়ে আসছে জলের গান। ১২টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। এর মধ্যে প্রয়াত বারী সিদ্দিকীর গাওয়া একটি গান রয়েছে।

এটি জলের গান’র তৃতীয় অ্যালবাম। মুক্তি পাবে ২৭ অক্টোবর। জানা গেছে জলের গানের ফেসবুক পেজের মাধ্যমে। সিডি অ্যালবামের পাশাপাশি ওইদিন একক গান হিসেবে ইউটিউবে মুক্তি পাবে ‘নয়ন জলের গান’।

১০০ টাকায় জলের গানের ‘গানের খাতা’ কিনলেই পাওয়া যাবে এই অ্যালবাম। জলের গানের অফিসিয়াল ফেসবুক পেজে অর্ডার করে বাড়িতেই পাওয়া যাবে সিডিটি। পাশাপাশি ইউটিউবে থাকছে গানের ভিডিও।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। তার পুরো নাম আবদুল বারী সিদ্দিকী। ২০১৭ সালের ২৪ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network