• ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় ‘ফেসবুক পোস্ট’ ইস্যুতে সংঘর্ষ, নিহত ৪

report71
প্রকাশিত অক্টোবর ২০, ২০১৯, ১৩:৫৫ অপরাহ্ণ
ভোলায় ‘ফেসবুক পোস্ট’ ইস্যুতে সংঘর্ষ, নিহত ৪

ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। নিহত চারজনের মধ্যে দুইজন ছাত্র বলে জানা গেছে।

আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের এক যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফেসবুক পোস্টটির জেরে রবিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেন স্থানীয়রা। তারা বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।