২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

যে বলিউড সুন্দরীদের ‘ক্রাশ’ ঋত্বিক রোশন

আপডেট: অক্টোবর ২০, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

‘সুপার ৩০’র পর ‘ওয়ার’ সিনেমার সাফল্যের তুঙ্গে আছেন বলিউডের ‘গ্রীক দেবতা’খ্যাত ঋত্বিক রোশন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে সুদর্শন যুবকের খেতাব পেয়েছেন তিনি। ভারত ছাড়িয়ে বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত। শুধু যে ভক্তরাই তার জন্য পাগল তা নয়, বলিউডের অনেক অভিনেত্রীর কাছেই তিনি ‘ক্রাশ’।

সম্প্রতি অভিনেত্রী কৃতী সানোন মুখ খুলেছেন কীভাবে তিনি ঋত্বিকের রোশনের জন্য ‘ক্রাশ’ ছিলেন। তার ভাষায়, ‘ঋত্বিক রোশন ইজ ভেরি হট।’

অতীতে বলিউডের আরও অনেক অভিনেত্রী একই ধরণের মন্তব্য করেছেন। তাদের মধ্যে কিয়ারা আদবানি, সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি, তারা সুতরিয়া এবং মৃণাল ঠাকুর জানিয়েছেন কীভাবে তারা ‘ওয়ার’খ্যাত সুপারস্টার ঋত্বিকের জন্য ‘ক্রাশড্’ ছিলেন।

কিয়ারা আদবানির প্রথম বলিউড ক্রাশ ছিলেন ঋত্বিক। তার সরল স্বীকারোক্তি, ‘আমার প্রথম বলিউড ক্রাশ ছিলেন ঋত্বিক রোশন।’

কৃতি সানোন ও কিয়ারা আদবানি

এর আগে সোনাক্ষী সিনহাও তার অন্দরমহলের খবর ফাঁস করেছিলেন। তার ঘরজুড়ে নাকি শুধু ঋত্বিকের পোস্টারই ছিল। এই অভিনেত্রী বলেন, ‘স্কুলে থাকতে ঋত্বিক ছিলেন আমার প্রথম ক্রাশ। যখন তার সিনেমা মুক্তি পেত, আমি উন্মাদ হয়ে যেতাম। তিনিই একমাত্র অভিনেতা যার পোস্টার আমার ঘরে থাকতো। আমি একটি ছেলেকে তার বাড়িতে পাঠাতাম প্রতিদিন নতুন নতুন পোস্টার এনে দেওয়ার জন্য। [আমরা পাঁচ মিনিট দূরত্বে বাস করি।] আমি বলতাম, ‘তার অটোগ্রাফ এনে দাও।’ তিনিই একমাত্র অভিনেতা যার জন্য আমি এসব করেছি।’

অতীতে শ্রদ্ধা কাপুরও বলেছেন তিনি ঋত্বিকের জন্য কতটা পাগল ছিলেন। তিনি জানান, ‘সবসময়ই ঋত্বিক রোশনের ওপর আমার অনেক বড় ক্রাশ ছিল, সেই ‘কাহো না পেয়ার হ্যায়’ থেকে। তার ছবির বিশাল সংগ্রহ আছে আমার কাছে।’

সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি

সম্প্রতি নোরা ফাতেহিও বলেন, ঋত্বিক রোশনের ওপর আমার ক্রাশ ছিল।

তারা সুতরিয়া একটু ঘুরিয়ে বলেন, আমি মনে করি ঋত্বিক স্যার একজন বড় মাপের শিক্ষক, একজন ‘হট টিচার’ও।

‘সুপার ৩০’ সিনেমার সহঅভিনেত্রী মৃণাল ঠাকুর ঋত্বিকের প্রশংসা করে বলেন, ‘আপনিই আমার সুপারহিরো। আপনি আমাকে এত এত বেশি অনুপ্রাণিত করেছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান অনুভব করি যে, আপনি পর্দায় যে জাদুকরি অভিনয় প্রদর্শন করেছেন তার অভিজ্ঞতা আমি অর্জন করেছি। সবকিছুর জন্যই আপনাকে ধন্যবাদ। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত।

‘সুপার ৩০’র প্রচারণায় ঋত্বিকের সঙ্গে সহঅভিনেত্রী মৃণাল ঠাকুর

সম্প্রতি ঋত্বিক রোশন ‘গেমচেঞ্জার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ খেতাব অর্জন করেছেন। শুধু অভিনয় দক্ষতা বা নাচের শৈলী সবকিছু নয়, ঋত্বিকের পোশাক-পরিচ্ছদ নির্বাচন ও মুগ্ধকর স্টাইল যেন সত্যিই তার ভক্তদের পাগল না করে রাখে না।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network