• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


এসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯, ০৩:১০ পূর্বাহ্ণ
এসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এ ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা।

চলতি বছরের এপ্রিলে এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০১৯ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত ১৬ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।

গত ১৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ জ্ঞান ও পাটিগণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ১৮ জুন সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ২৫ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা নেয়া হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের এসআই (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান যথা সময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) মাধ্যমে সবাইকে অবহিত করা হবে।