• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেইসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি : ভোলায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএম কলেজে বিক্ষোভ

report71
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯, ০৮:৪৫ পূর্বাহ্ণ
ফেইসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি : ভোলায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএম কলেজে বিক্ষোভ

ভোলার বোরহানউদ্দিনের পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহতের ঘটনার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১১টায় ব্রজমোহন কলেজের সামনের সড়কে এই কর্মসূচি আয়োজিত হয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে।

এসময় বক্তারা বলেন, ফেইসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি করার ঘটনায় তৌহিদী জনতার ব্যানারে রোববার ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং গুলি চালালে চার জন নিহত হয়।

তারা মহানবীকে কটুক্তির নেপথ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আর গুলি চালিয়ে হত্যার নির্দেশদাতাদের আইনের আওতায় আনার দাবী তোলেন।