২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

শিশুদের জন্য কর্মসূচি’র অবহিতকরণ সভা বাকেরগঞ্জে

আপডেট: অক্টোবর ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

স্পন্সরশীপ ফান্ডেড শিশুদের জন্য কর্মসূচি’র অবহিতকরণ সভা বরিশালের বাকেরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন এবং সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে ও বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহামিনা বেগম মিনু, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির ও সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার ডাঃ সোহেল রানা। অনুষ্টান পরিচালনা করেন সেইন্ট বাংলাদেশের প্রযেক্ট কোর্ডিনেটর গোপাল চন্দ্র শীল।

সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সমাজ সেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সহকারী প্রকৌশলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network