আপডেট: অক্টোবর ২২, ২০১৯
নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী পয়েন্টে উপজেলা পরিষদ নিয়ন্ত্রিত ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে প্রায় আট বছর। এখন মানুষ এবং যানবাহন পার হচ্ছে খেঁয়া নৌকায়। এমনকি চরম ঝুঁকি নিয়ে মাইক্রো, এম্বুলেন্স কিংবা প্রাইভেট কারও খেঁয়ায় পারাপার হচ্ছে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে। ফেরিটি বিকল হয়ে পড়ে আছে। এখন নষ্ট হচ্ছে মালামাল। প্রতিদিন প্রাইভেট যানবাহন পার হয় চরম ঝুঁকি নিয়ে। যে কোন সময় ফসকে যানবাহন নদীতে ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। জনস্বার্থে প্রায় ১২ বছর আগে এলজিইডির অর্থায়নে এ ফেরিটি চালু করা হয়। ন্যাস্ত করা হয় উপজেলা প্রশাসনের কাছে। এক ফেরি পেরিয়ে গঙ্গামতি হয়ে এ পথে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যেত পর্যটক-দর্শনার্থী। বছর খানেক চলার পরে ফেরিটি প্রায় সময় অচল হয়ে পড়ে। এরপরে কয়েকদফা মেরামত করা হয়েছে। দুই পারের ঘাটগুলো সংস্কার করা হয়েছে। এখন প্রায় ছয় বছর অকেজো পড়ে আছে ফেরিটি। আর নতুন করে এটি চালুর কোন পরিকল্পনাও নেই বলে জানালেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। এমনকি বর্তমানে ওই স্থানে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নির্মাণ কাজও শেষের পথে। আগামি বছর সেতু চালু হলে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে স্থানীয়দের দাবি এ ফেরিটি ফের চালু করা হোক।