• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় খুলনায় প্রবীণ সাংবাদিক গ্রেফতার

report71
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯, ০৮:০৭ পূর্বাহ্ণ
ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় খুলনায় প্রবীণ সাংবাদিক গ্রেফতার

পুলিশের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুলনায় দি নিউ নেশন এর সাংবাদিক মুনির উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি এ্যাক্ট) মামলার পর তাকে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার রাত আড়াইটার দিকে নগরীর দোলখোলা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসলাম বাহার বুলবুল এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য রবিবার রাতে তাকে থানায় আনা হয়। পরে খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক শরিফুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা নং- ২৩, তাং (২১.১০.১৯ইং)।