২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ফেনসিডিলসহ আটক ঝালকাঠিতে বাংলা টিভি প্রতিনিধি নজরুল তিন সহযোগীসহ কারাগারে

আপডেট: অক্টোবর ২৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠিতে ফেনসিডিলসহ ডিবি পুলিশের অভিযানে আটক বাংলা টিভি প্রতিনিধি মোঃ নজরুল ইসলামসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার নজরুলসহ আটক চারজনকে মাদক নিয়ন্ত্রন আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক এ.এইচ.এম ইমরানুর রহমান তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আটক অন্য তিনজন হল দৈনিক দাবানল নামে একটি নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক কাজী মারুফুজ্জামান ইরান, ঠিকাদার মোস্তাফিজুর রহমান রিংকু ও তার মোটরসাইকেল চালক শাওন মন্ডল। অভিযানের নেতৃত্ব দেন ডিবির ওসি ইকবাল বাহার খান ও পরিদর্শক মোঃ মাইনউদ্দিন। মামলাসূত্রে জানা যায়, ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় শহরতলীর গাবখান সেতুর টোল প্লাজার সামনে যানবাহন থামিয়ে মাদক উদ্ধারের জন্য তল্লাশী চালায়। এ সময় রাজাপুর থেকে দুইটি মোটর সাইকেলযোগে আসা নজরুলসহ চারজনকে তল্লাশী করলে নজরুলের কোমরে লুকিয়ে রাখা দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ডিবি পুলিশকে জানায়, তারা চারজন মিলে খাওয়ার জন্য উক্ত ফেনসিডিল মিঠু নামের একজনের কাছ থেকে ক্রয় করেছে। আটককৃত চারজনকে ঝালকাঠি থানায় হস্তান্তর করে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন ডিবি পরিদর্শক মোঃ মাইনউদ্দিন। উল্লেখ্য নলছিটি উপজেলার সুবিদপুর গ্রামের মৃত. শামসুদ্দিন মহুরীর ছেলে মোঃ নজরুল ইসলাম দাখিল পাসের জাল সার্টিফিকেট সংগ্রহ করে ঝালকাঠি আইনজীবী সমিতিতে মহুরীর কাজ শুরু করে। ২০১২ সালে জাল সাটিফিকেটের বিষয়টি জানাজানি হলে আইনজীবী সমিতি মহুরী পেশা থেকে তাকে আজীবনের জন্য বহিস্কার করে। এরপরে নজরুল বরিশালের কথা নামে একটি পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি পরিচয়ে সাংবাদিকতার নামে নানা প্রতারণা শুরু করে। বছর দুয়েক আগে ঝালকাঠি টাউন হলের একটি কক্ষ দখল করে দৈনিক দাবানল ডট কম নামে একটি অন লাইন নিউজ পোর্টালের অফিস খুলে সাংবাদিকতার নামে চাদাবাজী, প্রতারণা ও মাদক ব্যবসা শুরু করে। পাশাপাশি পুলিশের বড় কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলে ছোট কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়মের সংবাদ প্রকাশ করে টু-পাইস কামানোর ধান্দা চালাচ্ছিল। এতে সে বেশ সফলও হয়। ঝালকাঠি- নলছিটি থানার এসআই ও এএসআইরা তার ভয়ে তটস্ত থাকতো। অবশেষে ঝালকাঠি ডিবি পুলিশের ফাদেঁ আটকা পড়ে নজরুল ও তার দীর্ঘদিনের সহযোগীরা। নজরুল বর্তমানে বাংলা টিভি সহ ১৫ টি মিডিয়ার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network