আপডেট: অক্টোবর ২৪, ২০১৯
হালের আলোচিত অভিনেত্রী পরীমণির জন্মদিন আজ। বিশেষ এই দিনের শুরুটা তিনি কাটিয়েছেন রাজধানীর সুবিধাবঞ্চিত কিছু শিশুদের সঙ্গে। তাদের সঙ্গে তিনি কেক কাটেন এবং কিছু উপহার সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, বরাবরের মতো এবারও রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়েছেন তিনি। সেখানে বন্ধু-বান্ধবের পাশাপাশি পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে, বরাবরের মতো এখানেও একটু ভিন্নতা রাখছেন অভিনেত্রী।
গত বছর জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড হিসেবে অনুরোধ করেছিলেন কালো-সোনালি রংয়ের পোশাকের ওপর। এ বছর তিনি অনুরোধ জানিয়েছেন ছেলেদের সাদা এবং মেয়েদের পার্পল (লাল ও নীলের সংমিশ্রণে সৃষ্ট রক্তবর্ণ) রংয়ের পোশাকের ওপর। এ ছাড়া নিজের জন্যও বিশেষ ড্রেস বানিয়েছেন।