• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নজরুলের গানের নতুন অ্যালবাম ‘তুমি ভোরের শিশির’

report71
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৯, ০৮:১৯ পূর্বাহ্ণ
নজরুলের গানের নতুন অ্যালবাম ‘তুমি ভোরের শিশির’

নজরুলের গানের সংকলন নিয়ে ১১ শিল্পীর অ্যালবাম ‘তুমি ভোরের শিশির’।

প্রত্যেকে গেয়েছেন একটি করে গান। শিল্পীরা হলেন—অলকানন্দা সুবৃতা, সৈয়দা সানজিদা জোহরা বাঁধিকা, ফারাহ দিবা খান লাবণ্য, শুক্লা পাল সেতু, ঐশ্বর্য সমাদ্দার, শেখ শায়লা, প্রদীপ্তা বণিক পূজা, জেমিমা জেমি, সুজাতা প্রিয়া, রিক্তা বিশ্বাস ও সুদীপ্ত দাশ শুভ।

প্রকাশ করেছে অরুণরঞ্জনী।