নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি জেলার পূর্ব বাহেরদিয়ার যুব কল্যাণ সংস্থার উদ্যোগে জেএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ প্রদান করা হয়েছে। এলাকার যুবসমাজ এবং গন্যমান্য ব্যাক্তিরা এই শিক্ষা উপকরণ বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল খালেক হাওলাদার, সুমন হাওলাদার, রাসেল হাওলাদার, রনি খান প্রমুখ।
রাসেল হাওলাদার জানান, ‘আমাদের সংস্থাটির লক্ষ্য এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা।শিক্ষার দিক দিয়ে আমাদের গ্রামকে এভারেস্টের চুড়ায় নিয়ে যাওয়াই আমাদের সংস্থার চাওয়া। আমাদের সংস্থার এই লক্ষ্যে সফল হতে, আপনার সহযোগিতা, শ্রম এবং সময় আমাদের একান্ত কাম্য। আশাকরি আপনারা সবাই আমাদের সংস্থার পাশে থেকে আমাদের এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন।