ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আজ বৃহস্পতিবার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ।
সকালে অধ্যক্ষ সিরাজসহ আসামিদের প্রিজনভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামার সময় তিনি হাসছিলেন। হাসতে হাসতেই আদালতের এজলাসে যান।
আদালতে ১৬ আসামির সবার মৃত্যুদণ্ডের রায় শুনে কাঁদতে শুরু করেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। রায়ের পর যখন তিনিসহ সব আসামিকে প্রিজনভ্যানে তোলা হয়, তখনো তাদের কান্না থামেনি।
মৃত্যুদণ্ড ছাড়াও আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেয়ার আদেশ দেওয়া হয়েছে।