২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

সালমানের সাথে ঐশ্বরিয়াকে দেখতে চান শহিদ কাপুর!

আপডেট: অক্টোবর ২৪, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

পদ্মাবত’র সিক্যুয়েলে সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অজয় দেবগনকে দেখতে চানকে জানিয়েছেন শহিদ কাপুর।

সম্প্রতি নেহা ধুপিয়ার শো নো ফিল্টার নেহা-য় হাজির হন শহিদ কাপুর। সেখানেই পদ্মাবত’র সিক্যুয়েল হলে সেখানে কাঁদের কাস্ট করা হবে, তা নিয়ে প্রশ্ন করা হয় শহিদ কাপুরকে। যার উত্তরে সালমান, ঐশ্বরিয়া এবং অজয় দেবগনের নাম করেন ‘কবীর সিং’ অভিনেতা।
নো ফিল্টার নেহা-য় সালমান, ঐশ্বরিয়ার পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের সম্পর্ক নিয়েও জিজ্ঞাসা করা হয় শহিদকে। যার উত্তরে শহিদ বলেন, প্রিয়াঙ্কা এবং নিকের এক অপরকে আরও ভালভাবে বোঝা উচিত এবং জানা উচিত। তবেই তাঁদের সম্পর্ক আরও শক্তপোক্ত হবে বলে মত প্রকাশ করেন শহিদ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network