• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগের পংকজকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

report71
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৯, ১৬:৪৩ অপরাহ্ণ
স্বেচ্ছাসেবক লীগের পংকজকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

ক্যাসিনোকাণ্ডে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা আবু কাওছারকে অব্যাহতি দেয়ার পর এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ওই সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই আওয়ামী লীগের একজন শীর্ষপর্যায়ের নেতা তাকে ফোন করে জানিয়ে দিয়েছেন।

তবে এমন কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন পংকজ দেবনাথ।

উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের এ সহযোগী সংগঠনের ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনে সভাপতি বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছিলেন পংকজ দেবনাথ।

২০১২ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও সাধারণ সম্পাদক নির্বাচিত হন পংকজ। এই সম্মেলনে সভাপতি হন মোল্লা আবু কাওছার। যাকে ইতিমধ্যেই ক্যাসিনোকাণ্ডে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।