• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আমতলীতে ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোন গ্রেফতার

report71
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯, ১৭:১৭ অপরাহ্ণ
আমতলীতে ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোন গ্রেফতার

জেল হাজতে প্রেরণ

আমতলী প্রতিনিধি।
বরগুনার আমতলী লঞ্চঘাট থেকে ৫শ’৯০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সকালে।
পুলিশ সুত্রে জানাগেছে, কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মিজানুর রহমান তার স্ত্রী বিথি আক্তার (২২) ও কিশোরী শালিকা লামিয়া আক্তারকে (১৩) দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। শুক্রবার বিকেলে মিজানুর রহমান, স্ত্রী বিথি ও শালিকা লামিয়া এমভি ইয়াদ লঞ্চ যোগে ঢাকা থেকে আমতলীতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে আমতলী থানার ওসি আবুল বাশার, এসআই ফয়সাল আহম্মেদ ও এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে লঞ্চঘাট অভিযান চালিয়ে দুই বোনকে আটক করেন কিন্তু মাদক বিক্রির মুল হোতা মিজানুর রহমান পালিয়ে যায়। পরে দুই বোনের শরীর তলøাশী করে ৫’শ ৯০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় আমতলী থানায় মিজানুর রহমান, বিথি ও লামিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পুলিশ ওইদিনই দুই বোনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, মিজানুর রহমান তার স্ত্রী ও শালিকাকে দিয়ে মাদক বিক্রি করে আসছে। শনিবার সকালে দুই বোনকে গ্রেফতার করা হয়েছে। মিজানুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, দুই বোনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।