নিজস্ব প্রতিবেদক \ বরিশালে দ্বিতীয় দিনের মত প্রবল বর্ষণের কারণে নগরীর বেশিরভাগ মানুষই ঘর থেকে বের হতে পারেনি। সারাদিনই নগরীর রা¯Íাঘাট ছিল ফাঁকা। যান চলাচলও ছিল কম। গণ পরিবহনগুলোতে যাত্রীদের উপস্থিতি কম ছিলো। অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল অব্যাহত থাকলেও সেগুলোতে যাত্রীসংখ্যা অনেকটাই কম ছিলো। শুক্রবার ভোর থেকে বরিশালে শুরু হয় টানা বর্ষণ। যে বৃষ্টি শুক্রবার দিবাগত রাত থেকে থেমে থেমে হচ্ছে শনিবারও। বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শওকত জাহান গাজী জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অংশে লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। শনিবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বাতাসের তেমন বেগ ছিল না।##