বৃষ্টির কারণে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গড়ায়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের টেস্টের প্রথম দিন।
শুক্রবার দিনভর ৪২ মিলিমিটার এবং আজ ১৬ মিলিমিটার বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়লে উদ্বোধনী অনুষ্ঠানও হয়নি। গড়ায়নি প্রথম দিনের খেলাও।
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। এদিকে বৃষ্টির কারণে মাঠ ও আউট ফিল্ড অনুশীলনের অনুপযোগী হওয়ায় কোনও দলেরই অনুশীলনের জন্য মাঠে নামতে পারেনি।
সফরে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে লঙ্কানরা। আগামী ২ নভেম্বর দ্বিতীয় টেস্ট আয়োজন হবে খুলনার শেখ আবু নাসের চৌধুরী স্টেডিয়ামে। একই মাঠে প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার যুবারা। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়বে দল দুটি।