২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে আজও হলো না বাংলাদেশ ও শ্রীলংকা ক্রিকেট ম্যাচ

আপডেট: অক্টোবর ২৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

বাংলাদেশ ও শ্রীলংকা যুবদলের বহুল প্রতীক্ষিত চারদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি দ্বিতীয় দিনেও খেলা আরম্ভ হয়নি।

রোববার বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও গতকালের ভারী বর্ষন ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আউটফিল্ড ভেজা ও কর্দমাক্ত থাকায় আজ দ্বিতীয় দিনেও খেলা স্থগিত ঘোষনা করেন ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান।

আবহাওয়ার উন্নতি হলে যে কোনো সময় খেলা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় বরিশালে ঐতিহাসিক ম্যাচের বল মাঠে গড়ানোর কথা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ অফিশিয়াল এবং দু’দলের কর্মকর্তারা মাঠ পরিদর্শন শেষে ম্যাচ রেফারি সকাল সাড়ে ৯টায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষনা করেন। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থগিত করা হয় উদ্বোধনী অনুষ্ঠান।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network