২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী উদযাপন

আপডেট: অক্টোবর ২৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

জাতীয় নেতা ও বাংলার বাঘ খ্যাত শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপন করে বরিশাল জেলা প্রশাসন । ১৮৭৩ সালের ২৬ অক্টোবর এ কে ফজলুক হক বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সেই মহান নেতার জন্মদিন। ২৬ অক্টোবর শনিবার বিকাল ৪ টায়, জেলা প্রশাসন বরিশালের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়। সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌহিদুজ্জামান পাভেল। মুখ্য আলোচক দৌহিত্র শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক, এ কে ফাইয়াজুল হক রাজু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল, অধ্যাপক ডাঃ সৈয়দ মাকসুমুল হক, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, সাংস্কৃতিজন এস এম ইকবাল, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল, অধ্যাপিকা শাহ সাজেদা। এছাড়া আরো উপস্থিত ছিলেন সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব, কাজী আবুল কালাম আজাদ, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল, কাজল ঘোষসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শের-ই-বাংলা কে ফজলুল হকের বর্ণাঢ্য জীবনী নিয়ে একটু ভিডিও ডকুমেন্টারি পরিদর্শন করা হয়। পরে অতিথিরা তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন। পরিশেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network