• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে বরিশালে আন্তর্জাতিক ক্রিকেট : চলছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের খেলা

report71
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৯, ০৯:০৫ পূর্বাহ্ণ
অবশেষে বরিশালে আন্তর্জাতিক ক্রিকেট : চলছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের খেলা

বরিশাল যুব টেস্টের প্রথম ও দ্বিতীয় দিন পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি শেষে মাঠে গড়াচ্ছে খেলা।

বরিশাল আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের মধ্যকার এই খেলা সোমবার বেলা দুইটায় মাঠে গড়াবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আলমগীর খান আলো।

টানা বৃষ্টিপাতে আউটফিল্ড ভেজা ও কর্দমাক্ত থাকায় চারদিনের এই ম্যাচের প্রথম দুইদিনে কোনো খেলা হয়নি। হয়নি টসও।

অনেক দর্শক ঐতিহাসিক এ ম্যাচ দেখতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন প্রথম দুইদিন। তাদের জন্য আজ দুপুরের পর খেলা হওয়া সুসংবাদই বটে।

এদিকে বরিশাল স্টেডিয়ামের প্রথম এই ম্যাচটির ধারাবিবরণী শোনা যাচ্ছে রেডিওতে- এফএম ১০৫.২ (বাংলাদেশ বেতার বরিশাল থেকে)। আর অনলাইনে ক্রিকইনফোর মাধ্যমে স্কোর দেখতে পারেন এই ঠিকানায়।