২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

অভিষেক গানচিত্র ‌’আছো নাকি বেশ’ (ভিডিও)

আপডেট: অক্টোবর ২৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

অসাধারণ এক কণ্ঠ নিয়ে এতকাল শুধু প্রস্তুতিই নিয়েছেন জাহেদ তানভীর। শেখা আর চর্চার পাশাপাশি অংশ নিয়েছেন নানা প্রতিযোগিতায়। তবে এসব পেরিয়ে জাহেদ এখন বেশ আত্মবিশ্বাসী। যার প্রমাণ হিসেবে প্রকাশ করলেন নিজের প্রথম মৌলিক গানচিত্র ‘আছো নাকি বেশ’।

রবিবার বেলা ৩টায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া বিশেষ এই গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। আর কণ্ঠের পাশাপাশি এর সুরটাও করেছেন জাহেদ তানভীর নিজেই।

গানটির সূত্র ধরে গল্পনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। যেখানে শিল্পীর উপস্থিতির পাশাপাশি মডেল হিসেবে আছেন সিনথিয়া ও অনন্য।

অভিষেক গানচিত্র প্রসঙ্গে জাহেদ তানভীর বলেন, ‘অবশেষে আমি আমার মৌলিক গানের খাতাটা খুললাম। ধন্যবাদ সংশ্লিষ্ট প্রতিটি মানুষকে। আমার বিশ্বাস, গানটি আপনাদের মন ভরাবে। সঙ্গে ভিডিওটিও চোখের আরাম দেবে। সবার কাছে ভালোবাসা চাই, আর কিছু নয়।’

বিডি

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network