২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

এবার সিনেমায় সস্ত্রীক ওয়াসিম আকরাম

আপডেট: অক্টোবর ২৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি পেসার ওয়াসিম আকরামের এবার পা বাড়াচ্ছেন সিনেমার জগতে। একদমই গুজব নয়। পাকিস্তানের মিডিয়া বলছে, অভিনয়ে সম্মতি জানিয়েছেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক। শুধু ওয়াসিম নন, একই ছবিতে তার স্ত্রী শানিয়েরাকেও দেখা যাবে। বলা যায়, রুপোলি পর্দায় দু-জনের একইসঙ্গে, একই ছবিতে অভিষেক এখন সময়ের অপেক্ষা।

জানা গেছে, চিত্র পরিচালক ফয়জল কুরেশির ছবিতে সস্ত্রীক দেখা যাবে আকরামকে। ফয়জল দীর্ঘদিন বিজ্ঞাপন জগতে কাজ করলেও, তার এই ছবির মাধ্যমে চলচ্চিত্র নির্দেশক হিসেবে হাতেখড়ি হতে চলেছে। সিনেমার নাম ‘মানি ব্যাক গ্যারান্টি’। আপাদমস্তক কমেডি ছবি। পরিচালকের দাবি, হাসতে হাসতে দম ফাটবে।
জানা গেছে, ফয়জল কুরেশি নিজেই সিনেমার চিত্রনাট্য লিখেছেন। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে ফাওয়াদ খানকে। আছেন অভিনেতা মিকাল জুলফিকারও। সামনের নভেম্বরেই শুটিং শুরু হওয়ার কথা। মাহিরা খানকেও এই ছবিতে রাখতে চাইছেন পরিচালক। যদিও, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সূত্র : এই সময়।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network