আপডেট: অক্টোবর ২৮, ২০১৯
লঞ্চঘাট এলাকার ঔষধ ব্যাবষায়ী শিরিন মেডিকেল হলের মালিক শিরিন খানম আজ রবিবার রাত সাড়ে ১০ টার দিকে মারা যান। দোকানের সামনে অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিরিন আক্তার (৩৪) নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার হুমায়ুনের স্ত্রী।
শিরিনের মৃত্যুর ৩ ঘণ্টা আগে ১০নং ওয়ার্ডের কমিশনারকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হল:-
‘‘এই লন্চঘাটের ১০নং ওয়ার্ডের কমিসনার এবং স্টিমার ঘাটের ম্যাডিসিন ব্যাবসায়ীরা আমার বিনা অপরাধে। আমার একমাত্র ব্যাবসা প্রতিস্ঠান কেরে নিতে চাচ্ছে।বার বার তাদের হাত পা ধরেও তাদের মন গলাতে পারছিনা।কারে কাছে বলেও বিচার পাচ্ছি না। মৃত্যু ছাীা এখন আমার আর কোনো পথ নেই’’
এছাড়া একটি লাইভে শিরিন বলেন, ১০নং ওয়ার্ড কমিশনার এবং জনির বউ আমার ব্যবসা প্রতিষ্ঠান শেষ করে দিল। অনেক অনুরোধ করেও দোকানটি রক্ষা করতে পারলামনা। আমার মৃত্যু ছাড়া আর কোন পথ নেই। আমি বিচারের ভার জনগনের উপর দিয়ে গেলাম।