আপডেট: অক্টোবর ২৮, ২০১৯
বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ১৩ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০ জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি এ অভিযানে ২২ হাজার মিটার কারেন্ট জাল ও ১২৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথকভাবে জেলার মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, বানারীপাড়া ও গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান চালায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।