মনির দেওয়ান, মেহেন্দিগঞ্জঃ-
বৃহত্তম উপজেলায় মৎস্য তে নারী কর্মকর্তা দিয়ে ডিলেঢালা চলছে অভিযান। কোস্টগাডের ট্রলার মাঝিরা জেলে সিন্ডকেটের মধ্যে আগাম পৌছে দিচ্ছে কখন কোথায় চলবে অভিযান। স্থানীয় লোকজন ট্রলার মাঝি হওয়াতে নৌপুলিশ আর কোস্টগার্ডরা অভিযান পরিচালনায় ব্যার্থ হচ্ছে ডিম ওয়ালা ইলিশ নিধন কারিদের আটকে। অভিযোগ উঠে আটককৃত ইলিশগুলোর মধ্যে জাটকা দিচ্ছে এতিম খানায়, ডিম ওয়ালা ইলিশ যাচ্ছে মৎস্য ও প্রসাশনের ঘরে। তিল পরিমান ঠাই নাই প্রশাসনের ফ্রিজগুলোতে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত মেহেন্দিগঞ্জের মেঘনা গজারিয়া, মাঝকাটা, তেতুলিয়া, ইলিশা সহ ছোট-বড় ১৪টি শাখা নদীতে চলে ডিম ওয়ালা ইলিশ নিধনের মহৎসব। বৃহত্তম মৎস্য সম্পদ রক্ষায় উর্ধতন কর্তৃপক্ষের উদাসিনতার প্রমান মেলে। নারী মৎস্য কর্মকর্তা হওয়ায় সন্ধ্যা হলেই ঘরে ফিরতে হয় যাকে, কি করে সম্ভব অভিযান সঠিক পরিচালনার।