গত শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সকালের দিকেই ভোট দিতে যান নায়িকা অপু বিশ্বাস। ভোট দেওয়ার পর গণমাধ্যমের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করেন এই লাস্যময়ী। কিন্তু সেসময় স্বতঃস্ফূর্ত শব্দটি সরাসরি বলতে না পেরে তিনি একটু পরোক্ষাভাবে বলেন, ‘স্পুতসুত… না কি… কি বলে।’ এর পরপরই ভাইরাল হয়ে পড়ে গণমাধ্যমের কাছে অপু বিশ্বাসের জানানো অনুভূতির এই অংশটুকু। যা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেকেই বিভিন্ন ধরণের মন্তব্য করছেন।
মূলত অপু বিশ্বাস সেই সময় বলেন, ‘সুন্দর স্বতঃস্ফূর্তভাবে’ ভোটটা দিলাম বলতে গিয়ে বলেন, ‘আজকে মনে হলো যে সত্যিই আমরা শিল্পী এবং সত্যিই শিল্পী সিমিতির সুন্দর… মানে, যাকে কি বলে সুন্দর… স্পুতসুত… না কি… কি বলে, সেই ভাবে একদম নিশ্চিত আমরা ভোটটা দিলাম।
ভিডিওটি সংগৃহীত
বিডি