• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশ নিয়ে কান্ড : বরিশালে নদী থেকে যুবলীগ নেতা মজিবুর মৃধার লাশ উদ্ধার

report71
প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৯, ০৯:১৩ পূর্বাহ্ণ
ইলিশ নিয়ে কান্ড : বরিশালে নদী থেকে যুবলীগ নেতা মজিবুর মৃধার লাশ উদ্ধার

ডেক্স রিপোর্ট
বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন যুবলীগ নেতা ও ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মজিবুর রহমান মৃধা ইলিশ সংরক্ষণ অবরোধ উপেক্ষা করে কিছু সঙ্গী নিয়ে সোমবার বিকেল নিয়ামতি বাজার সংলগ্ন বিষখালী নদীর ইলিশ মাছ ধরতে গেলে,
রাজাপুর থানার মৎস্য অফিসারের সমন্বয় পুলিশের একটি টিম নদীতে এসে ট্রলার তারা করে।
ট্রলারের মজিবর মৃধার সঙ্গীদের ভাষ্যমতে পুলিশ বেধড়ক পিটানো শুরু করলে, ট্রলারে থাকা সফর সঙ্গীরা নদীতে ঝাঁপ দেন এবং মুজিবুর মৃধা পানিতে ডুবে যায় এখনো তাকে খুজে পাওয়া যায়নি ।
প্রত্যক্ষদশীরা জানান, মুজিবুর মৃধার শরীরে ভারী পোশাক থাকায় কারনে নিজেকে সামলে উঠতে পারেনি বার বার পুলিশকে বলেন অামাকে বাঁচান, অামাকে বাঁচান বলতে বলতে পানি
স্রোতে ভেসে অদৃশ্য হয়ে যান মজিবুর। স্থানীয়দের ভাষ্যমতে পুলিশের অমানবিক বেপরোয়া হওয়ার কারণে এবং দায়িত্বহীনতার কারণে মজিবুর মৃধা নিখোঁজ রয়েছেন।