বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, খেলোয়াড়দের আমরা বলে ছিলাম ওরা কোনো টেলিকোর সঙ্গে চুক্তি করতে পারবে না। যেন সামনের বছর মোবাইলফোন কোম্পানিগুলো টিম স্পন্সরের জন্য দরপত্রে অংশ গ্রহণ করে। জেনেশুনে সাকিব কি এই বেআইনি কাজটা করতে পারে? আমি কি ওদের যা খুশি তাই করতে দেব?
সোমবার প্রকাশিত দেশের একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আরও বলেন, সময়টা দেখুন, জানুয়ারিতে আমরা নতুন স্পন্সর দরপত্রে টেলিফোন কোম্পানিগুলোকে আর পাব না। তারা আসলেও কম টাকা দিতে চাইবে। সাকিব যে এভাবে আমাদের ফাঁদে ফেলল, এতে ক্ষতিটা কার? শুধু সাকিবই লাভবান হলো, কিন্তু ক্রিকেট দলের কী হবে?
এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আরও বলেন, সাকিবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। ওর কোনো ব্যাখ্যা থাকলে সেটা আগে শুনি।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর খেলোয়াড়দের ধর্মঘট চলাকালে ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়াই সাকিব গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন।