একজন অভিনয় শিল্পীকে অভিনয়ের সুবাদে অনেক চরিত্রে অভিনয় করতে হয়। তারই এবার তানজিন তিশা অভিনয় করলেন মায়ের চরিত্রে। নাটকের নাম ‘রাজপুত্র’।
নাটকে তানজিন তিশার সন্তানের চরিত্রে অভিনয় করেছেন তারই বড় বোনের সন্তান নায়াস-উর রাশিদ। যাকে তিনি নিজের সন্তানের মতোই আদর করেন।
তানজিন তিশা বলেন, নায়াস বোনের ছেলে হলেও আমার সন্তানের মতোই। আমার সঙ্গে ওকে দেখে কেউ যদি জানতে চান, এটা কে? আমি এক কথায় বলে দেই, ও আমার সন্তান।
এর আগে আরও কয়েকটি নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিশা।
সম্প্রতি উত্তরায় ‘রাজপুত্র’ নাটকের দৃশ্যধারণ করা হয়েছে। অভিনেতা ও নির্মাতা সোহেল আরমানের পরিচালনায় এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।