বরিশালে পুলিশের বিশেষ অভিযানে একটি দা এবং একটি ছোড়াসহ একজনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার কৃত ব্যাক্তিমোঃ হুমায়ুন হাওলাদার এর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানায়। তার পিতা মৃত মান্নান হাওলাদার। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে কোতয়ালী থানায় ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের মামলা করা হয়েছে। মামলা নং ১০২ ।তারিখঃ২৭/১০/২০১৯।
এ সম্পর্কে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যাক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এ অভিযান অব্যাহত থাকবে। সকল শ্রেণী পেশার মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ওসি।