• ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

যারা মিটুর অপব্যবহার করে তাদেরও বিচার হওয়া প্রয়োজন: মাহিরা

report71
প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৯, ১৬:৪৬ অপরাহ্ণ
যারা মিটুর অপব্যবহার করে তাদেরও বিচার হওয়া প্রয়োজন: মাহিরা

মিটু আন্দোলনকে ঘিরে সম্প্রতি পাকিস্তানে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দেশটির এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলার সেই অধ্যাপক আত্মহত্যা করেন।

এ ঘটনা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। সোস্যাল মিডিয়ায় এ বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেছেন তিনি।

মাহিরা খান বলেন, মিথ্যা অভিযোগের জন্য একজন নির্দোষ ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিলেন। এ ঘটনায় সত্যি খুব রাগ হচ্ছে আমার। অথচ কত লোক ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করেও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। মিটু-র অপব্যবহার যারা করছে তাদেরও বিচার হওয়া প্রয়োজন।

প্রসঙ্গত বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে হ্যাশট্যাগ মিটু আন্দোলন। একের এক তারকারা তুলে ধরেছেন তাদের যৌন হেনস্থার অভিযোগ। অনেক নামি লোকেরই মুখোশ খুলে পড়েছে মিটু আন্দোলনের কল্যাণে।