অাজ ২৯ অক্টোবর ২০১৯ রোজ শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদীচী বাকেরগঞ্জ শাখা র্যালী, অালোচনা সভা ও সাংস্কৃতিক অানুষ্ঠানের অায়োজন করা হয়। সকাল ৯:৩০ এর সময় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুলের সামনে থেকে শোভা যাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে সমাপ্ত হয়। অালোচনা সভার সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী বাকেরগঞ্জ শাখার সভাপতি নারায়ণ চন্দ্র দাস।সভায় উদীচীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বক্তব্য প্রদান করেন বাকেরগঞ্জ শাখার সহ সভাপতি লক্ষীকান্ত দাস এবং তনয় বসু বাপ্পা। অনুষ্ঠানে অারো বক্তব্য প্রদান করেন রাহুল দাস এবং ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির অাহবায়ক এবং বাকেরগঞ্জ শাখার সহ সাধারন সম্পাদক শাহরিয়ার রিজভী। অানুষ্ঠান সঞ্চালনা করেন তাপস কুমার দাস। সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতা অাবৃতি করেন উদীচীর কর্মী বৃন্দ।সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অানুষ্ঠানের সমাপ্তি ঘটে।