• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যামেরার সামনে পোজ দিতে বলায় ক্ষেপে যায় তৈমুর

report71
প্রকাশিত অক্টোবর ৩০, ২০১৯, ১৯:২০ অপরাহ্ণ
ক্যামেরার সামনে পোজ দিতে বলায় ক্ষেপে যায় তৈমুর

দীপাবলির সকালে মায়ের সঙ্গে বেরিয়েছিল তৈমুর। মাসি কারিশমা কাপুরের অফিস থেকে বের হওয়ার সময় বেশ কয়েকটি বাজির প্যাকেট ছিল তৈমুরের হাতে। এ সময় পাপারাজিরা ক্যামেরার সামনে পোজ দেয়ার কথা বললে ক্ষেপে যায় তৈমুর।

পাপারাজি ডাকার সঙ্গে সঙ্গে ‘নো নো’ বলে পাল্টা চিৎকার করতে শুরু করে তৈমুর। ছেলের চিৎকার শুনে কারিনা কাপুর খান তার কানে কিছু বলতে শুরু করেন। কিন্তু মায়ের কথা কানেই তোলেনি ছোট্ট তৈমুর। উল্টে ক্যামেরা দেখে রেগে যেতে শুরু করে কারিনাপুত্র।

এদিকে দীপাবলির সকালে মা কারিনা কাপুর খান, বাবা সাইফ আলি খানের সঙ্গে ফটোশুট করতে দেখা যায় পতৌদির ছোট্ট নবাবকে। মা-বাবার পাশাপাশি দিদি সারা আলি খান এবং দাদা ইব্রাহিম খানের সঙ্গেও ফটো তুলতে দেখা যায় ছোট্ট তৈমুরকে।

দীপাবলিতে পতৌদি পরিবারের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল সাইটে।

সূত্র: সংবাদ প্রতিদিন